আন্তর্জাতিক ডেক্স.
ভারতের বিহারে তিন দিনব্যাপী ‘জীবিতপুত্রিকা’ উৎসব চলাকালে নদী ও পুকুরে পবিত্র স্নান করতে গিয়ে ডুবে প্রাণ গেছে ৪৬ জনের। এর মধ্যে ৩৭ শিশু রয়েছে।রাজ্য সরকার বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন টি জানিয়েছে। নিহত ৪৬ জনের মধ্যে নারী ৪৬ জন
২০২৩ রাজ্যে ‘জীবিতপুত্রিকা’ উৎসব চলাকালে রাজ্যে সব মিলিয়ে ২২ জন নিহত হন। এ উৎসব উপলক্ষে নারীরা তাদের সন্তানদের সুস্থতার জন্য উপবাস পালন করেন। তিন দিনের উৎসবে অনুসারীদের নদী ও পুকুরে পবিত্র স্নান সম্পন্ন করার রীতি রয়েছে।
রাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়েছে, উৎসব চলাকালে রাজ্যজুড়ে ৪৩ জনের প্রাণ যায়, বাকি তিন জন স্নানে গিয়ে নিখোঁজ জন।
১৫টি জেলা থেকে মৃত্যুর খবর এসেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, ৪৩ মরদেহ এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, আওরঙ্গবাদ, নালন্দা, কাইমুর, বক্সার, সিওয়ান, রোহতাস, সারান, পাটনা, বৈশালি, মুজাফফরপুর, সমস্তিপুর, গোপালগঞ্জ ও আরওয়াল জেলায় ডুবে যাওয়ার ঘটনা ঘটে। আওরঙ্গবাদে ৮, কাইমুরে ৭, পাটনায় পাঁচজনের প্রাণ গেছে।
আপনার মতামত লিখুন :