কচুয়ায় “হ্যাভেন কালচারাল একাডেমী”র যাত্রা শুরু
বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক
প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৫, ১:২১ অপরাহ্ন /
০
নিজস্ব প্রতিবেদক,
বাগেরহাটের কচুয়ায় সুষ্ঠু সংস্কৃতি চর্চার লক্ষ্যে “হ্যাভেন কালচারাল একাডেমী” নামের একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। শনিবার বিকেলে সাইনবোর্ড বাজারে নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক এস এম খালিদ হোসেন।
এ সময়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুজ্জামান নাবিল, প্রাপ্ত শিক্ষক মোতালেব হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলার প্রথম ইসলামিক সাংস্কৃতিক একাডেমী হিসেবে প্রতিষ্ঠানটি উপজেলা জুড়ে সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রাখবে। এছাড়া প্রথম দিকে আন্তর্জাতিক মানের কুরআন তিলওয়াত, ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, অভিনয়, আবৃত্তি, চিত্রাংকন, বক্তৃতা, উপস্থাপনা ও স্পোকেন ইংলিশ প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান প্রতিষ্ঠাতা পরিচালক এস এম খালিদ হোসেন।
এম, এস।
আপনার মতামত লিখুন :