নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(১১ এপ্রিল) বিকেলে উপজেলার সাইনবোর্ড বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন চলোপাল্টাই ও স্থানীয় জনতার উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে, স্বেচ্ছাসেবী সংগঠন চলোপাল্টাই‘র উপদেষ্টা ব্যবসায়ী এস.এম.বদিউজ্জামান খোকন, উপদেষ্টা সুব্রত কুমার মুখার্জী, সভাপতি সরদার এনামুল হক, আলিমউদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠাতা শেখ ইউনুচ আলী, গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম খান, জামায়াত নেতা রুহুল আমিন, বিএনপি নেতা হারুণ-অর-রশীদ, শিক্ষক খালিদ হোসেন, তালুকদার হুমায়ুন কবিরসহ স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন।
মিছিলে “ফিলিস্তিনের মুক্তি চাই”, ইসরায়েলি আগ্রাসন বন্ধ কর”, “গণহত্যা বন্ধ কর” স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন ধর্মপ্রাণ মুসল্লীরা।
মুসল্লীরা বলেন, “ইসরায়েল দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা চালাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ব বিবেক আজ নীরব দর্শক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই।”
তারা আরও বলেন, গাজা ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। একইসাথে তারা বাংলাদেশের সরকারকেও এই বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান মিছিলকারীরা।
আপনার মতামত লিখুন :