কচুয়ায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন /
কচুয়ায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

কচুয়া প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় সেনা ও পুলিশের ডেভিলহাট যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। রবিবার রাতে উপজেলার গোপালপুর এলাকা থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালপুর গ্রামের মৃত কায়কোবাদ শেখের ছেলে মোঃ শেখ রাসেল (৪২) এবং একই এলাকার আনসার শেখের ছেলে মোঃ বাচ্চু শেখ (২৩)। অভিযানের সময়, শেখ রাসেলের ৩টি চাইনিজ কুড়াল  উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

কচুয়া থানার উপ-পরিদর্শব (এসআই) জামিনুল বিষিয়টি নিশ্চিত করেছেন।