চোখের সামনে এভাবেই মাটি হয়ে যাচ্ছে শত কোটি টাকার সম্পদ


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন /
চোখের সামনে এভাবেই মাটি হয়ে যাচ্ছে শত কোটি টাকার সম্পদ

বাংলাদেশে আইনি জটিল প্রক্রিয়ার কারণে মাটিতে মিশে যাচ্ছে শত কোটি টাকার সম্পদ। প্রতিবেদনে যদিও একটি প্রত্যন্ত এলাকার হাসপাতালের চিত্র তুলে ধরা হয়েছে কিন্তু এমন চিত্র অফিস পাড়ায় ভুরি ভুরি। ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি হাসপাতালের সংখ্যা ছিল ৫৮১৬টি বাংলাদেশের ৪৯৫টি উপজেলার মধ্যে কচুয়া ছোট একটি উপজেলা। আর এই উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান গেটের মুখে অকেজ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ৩ টি পরিত্যক্ত অ্যাম্বুলেন্স। এখানকারই এক দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ৩ টি অ্যাম্বুলেন্স কত বছর আগে থেকে পড়ে আছে তার সঠিক তথ্য তিনি ও জানেন না, তবে আইনি জটিলতার কারণে এ সকল পুরাতন অ্যাম্বুলেন্স বিক্রি করার এখতিয়ার কতৃপক্ষের নাই। বর্তমানে অকেজো অবস্থায় পড়ে থাকা এই গাড়িগুলোর মুল বডি ছাড়া কোন তন্ত্রাংশের অস্তিত্ব নেই।

দানবরুপি এ আইন যেন জেঁকে বসেছে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পড়ে থাকা বিভিন্ন ব্রান্ডের অকেজো গাড়ির উপর। অকেজো গাড়িগুলো সচল করা তো দূরের কথা কোনক্রমেই বিক্রি করা যাচ্ছে না কোটি কোটি টাকা মূল্যের এ সকল অকেজো গাড়ি । বিভিন্ন জায়গায় এভাবেই মাটির সাথে মিশে যাচ্ছে মূল্যবান এই সরকারি সম্পদ।সরকারি সম্পদ ছাড়াও আইন প্রয়োগকারী সংস্থার জালে ধরা পড়েও লক্ষ লক্ষ গাড়ি এভাবেই নষ্ট হতে দেখা যায়। তবে হয় ঐ সকল গাড়িগুলো অবৈধ গাড়ি হলেও সরকারি ব্যবহার অনুপযোগী অ্যাম্বুলেন্স গুলো কিন্তু দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেনা সম্পদ। তাই এই সম্পদকে নষ্ট না করে যথাযথ ব্যবহার করার জন্য প্রয়োজনে আইন কি সংশোধন করা যায় না ?

আইন তৈরি করা হয়েছে মানুষের জন্য কিন্তু এই চিত্র বলছে বাংলাদেশে মনে হয় মানুষ সৃষ্টি হয়েছে আইনের জন্য। স্বাভাবিকভাবেই তাই সচেতন মহলের প্রশ্ন এই আইন পরিবর্তন হবে কবে। আমরা হয়তো সকলে জানি “বিবেকের স্থান আইনের ঊর্ধ্বে “। কবে বাংলাদেশ থেকে এ সকল জটিল আইন সংশোধন হবে। যত দ্রুত এ আইন সংশোধন করা যাবে তত তাড়াতাড়ি দেশের হাজার হাজার কোটি টাকা সংরক্ষণ হবে।