সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলজুড়ে ঝড়ের শঙ্কা


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন /
সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলজুড়ে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক,

দেশের উপকূলজুড়ে বৈরি আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলজুড়ে। মোংলা, চট্টগ্রাম, ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হতয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। দেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।