বাগেরহাটে “প্রত্যাশার বাংলাদেশ” সংস্কার ভাবনায় তারুণ্যের সরব অংশগ্রহ


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন /
বাগেরহাটে “প্রত্যাশার বাংলাদেশ” সংস্কার ভাবনায় তারুণ্যের সরব অংশগ্রহ
জেলা প্রতিনিধি বাগেরহাট
তারুণ্যের চোখে বাংলাদেশের প্রত্যাশিত ভবিষ্যৎ কেমন হওয়া উচিত—এই ভাবনা ও দায়িত্ববোধকে কেন্দ্র করে বাগেরহাটে অনুষ্ঠিত হলো সংলাপ প্রত্যাশার বাংলাদেশ: তারুণ্যের ভাবনা, তারুণ্যের ভূমিকা। দি হাঙ্গার প্রজেক্ট ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-এর যৌথ আয়োজনে  ৩১ জুলাই ধানসিড়ি হোটেলের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সংলাপে শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠনের তরুণ প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীসহ সমাজের নানা পর্যায়ের তরুণরা অংশ নেন।
সংলাপে চারটি সংস্কার কমিশন নিয়ে কী-নোট উপস্থাপন করা হয় এবং প্রতিটি কমিশনভিত্তিক আলোচনা শেষে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। আলোচনায় তরুণরা স্থানীয় সরকার, শিক্ষানীতি, জলবায়ু সহনশীলতা এবং নৈতিক নেতৃত্ব নিয়ে বাস্তবমুখী প্রস্তাব দেন।
এই সংলাপটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট-এর খুলনা আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান। তার সঙ্গে ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর তুহিন আফসারী ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।
এই আয়োজনের মাধ্যমে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির গুরুত্ব আবারও প্রমাণিত হলো।