দুদকের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন /
দুদকের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ নির্দেশ দেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।মামলার আসামিরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান।

এর আগে, গত ১৮ মে হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৫ মে আদেশের দিন ধার্য করেন।মামলায় বলা হয়, ১৭ মার্চ একটি সাপ্তাহিক পত্রিকায় ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, মামলার মূল পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন দুদক সচিব মোখলেস উর রহমান, যিনি এখনও জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন।

বাদীর অভিযোগ, এই ‘ষড়যন্ত্র’ ও ‘মিথ্যা মামলা’ শুধুমাত্র খালেদা জিয়া বা তারেক রহমান নয়, দেশের গণতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা এবং সাধারণ জনগণকেও ক্ষতিগ্রস্ত করেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে স্বৈরশাসনের উত্থান এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়।মামলায় আসামিদের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ তৈরি’, ষড়যন্ত্র এবং বেআইনি বৈঠকের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।