পোহাতে হচ্ছে এনআইডি নিয়েও জটিলতা


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৫, ১:৩৯ অপরাহ্ন /
পোহাতে হচ্ছে এনআইডি নিয়েও জটিলতা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরিতে আঙুলের ছাপ সংক্রান্ত সমস্যার কারণে অনেকের আবেদন প্রক্রিয়া আটকে যাচ্ছে। এই জটিলতা নিরসনে নির্বাচন কমিশন (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আঙুলের ছাপ সংগ্রহ সার্ভারে আপলোড করার নির্দেশনা দিয়েছে।

ইসির সিস্টেম অ্যানালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, যেসব ভোটারের এনআইডি স্ট্যাটাসঅসম্পূর্ণরয়েছে, তাদের এনরোলমেন্টের সময় আঙুলের ছাপ গ্রহণ সম্ভব হয়নি। এক্ষেত্রে উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে এনআইডি অনুবিভাগে পত্র না পাঠিয়ে সরাসরি আঙুলের ছাপ সংগ্রহ করে কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে। এতে ভোটারের স্ট্যাটাস আপডেট হয়ে যাবে এবং এনআইডির কপি অনলাইন থেকে ডাউনলোড করা যাবে

যদি কোনো ভোটারের আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে এনআইডি পরিচালক বরাবর পত্র প্রেরণ করতে হবে। পত্রে অবশ্যই উল্লেখ করতে হবে কেন আঙুলের ছাপ সংগ্রহ সম্ভব হচ্ছে না

বর্তমানে ইসির সার্ভারে প্রায় সাড়ে ১২ কোটি নাগরিকের তথ্য রয়েছে। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে আরও ৬০ লাখের মতো নাগরিকের তথ্য যুক্ত হয়েছে। তাদের অনেকের আঙুলের ছাপ সংক্রান্ত জটিলতায় এনআইডি তৈরি হচ্ছে না

নির্বাচন কমিশন আশা করছে, মাঠ পর্যায়ের কর্মকর্তারা দ্রুত আঙুলের ছাপ সংগ্রহ আপলোডের কাজ সম্পন্ন করলে এনআইডি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং নাগরিকরা সেবা পেতে সক্ষম হবেন।