নিজস্ব প্রতিবেদক
তীব্র দাবদাহে হাঁসফাঁস করা বাগেরহাটের পথচারীদের স্যালাইন মিশ্রিত ঠান্ডা পানি খাওয়ানো হয়েছে।
রোববার (১১ই মে) শহরের দাসপাড়া মোড়সহ বিভিন্ন এলাকায় জেলা মহিলা দলের পক্ষ থেকে এই খাবার পানি বিতরণ করা হয়। এসময়, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সহ সভাপতি মোমতাজ মেরিন, সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, পৌরসভা মহিলা দলের নেত্রী ফাতেমা পান্না, জীবা আক্তার, সেলিনস খাতুন, লুচি পান্নাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠান্ডা পানি পেয়ে আনন্দিত রিকশাচালক আব্দুল মালেক বলেন, গরমে গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। ঠান্ডা পানি পেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। আল্লাহ আপনাদের ভালো করুক। আরেক পথচারী সোহরাব শেখ বলেন, গরমের মধ্যে রাস্তায় হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। এই ঠান্ডা পানিটুকু যেন অমৃতের মতো লাগলো।
জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার বলেন, “তীব্র গরম যতদিন থাকবে, আমাদের এই স্যালাইনযুক্ত ঠান্ডা পানি বিতরণ কর্মসূচিও ততদিন অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে।
আপনার মতামত লিখুন :