বাগেরহাটে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ১:২১ অপরাহ্ন /
বাগেরহাটে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় বিআরডিবির ইরেসপো প্রকল্পের আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মসনি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান শিক্ষক আশীষ কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না। , , অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রবীর মন্ডল। অনুষ্ঠানে কিশোরীদের বাল্যবিবাহের কুফল,বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা,জেন্ডার বৈষম্য সহ অন্যান্য বিষয় সম্পর্কে বিশদ ধারনা দেওয়া হয়।অনুষ্ঠানে কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

এছাড়া বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের অধীনে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে এই সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।