নিজেস্ব প্রতিনিধি,
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাটে জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিশাল বিজয় মিছিলে নেতাকর্মীদের ঢল নামে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ভিআইপি মোড় ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রাও বের করা হয়, যা জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে আবার শহরে ফিরে আসে।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়কারী এম এ সালাম এর নেতৃত্বে আয়োজিত এই বিজয় মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, জেলা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো, জাসাসের সভাপতি কামরুজ্জামান, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিজয় মিছিলে বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ‘গণঅভ্যুত্থান থেকে গণজাগরণ, এবার সময় সরকারের পতন’ স্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান সড়কগুলো।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, এই মিছিল শুধু গণঅভ্যুত্থান দিবস উদযাপনের জন্য নয়, এটি একটি বার্তা এই সরকারের পতনের দিন গণনা শুরু হয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে আমরা রাজপথে আছি, থাকব।জেলা বিএনপির এক নেতা বলেন, ১৯৭৫ সালের মতো আর কোনো ফাঁকি জনগণ মেনে নেবে না। এখন সময় এসেছে সব ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার।
বক্তারা আরও বলেন,শুধু শহরে নয়, আজকের শোভাযাত্রা বাগেরহাট জেলার প্রতিটি জনপদের মানুষের মনে নতুন জাগরণ সৃষ্টি করেছে। মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় ভোট ও ভাতের অধিকার।
আপনার মতামত লিখুন :