“দি হাঙ্গার প্রজেক্ট”-এর সহযোগিতায় ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে বাগেরহাটে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী ‘ইয়ূথ লিডারশীপ ট্রেনিং অন একটিভ সিটিজেনারী’। ২৮ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বাগেরহাট শিশু হাসপাতাল মোড়ে দি হাঙ্গার প্রজেক্টের নিজস্ব অফিসে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা নেতৃত্ব, গণতন্ত্র, সম্প্রীতি এবং সামাজিক পরিবর্তন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।
প্রশিক্ষিত ইয়ুথ একটিভিস্টরা এখন নিজের ও সমাজের উন্নয়নের লক্ষ্যে তৃণমূলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় মানুষদের অনুপ্রাণিত ও সংগঠিত করবেন। তারা চায় মানুষ নিজস্ব সম্পদ, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য পরিবর্তনে কাজ করবে।
প্রশিক্ষণটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান, প্রোগ্রাম কোর্ডিনেটর তুহিন আফসারী, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার এবং ইয়ুথ ফ্যাসিলিটেটর নওরিন কবির নিম্মী, সাহেদ হাসান ও আবিদা আক্তার উর্মী।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন বাগেরহাট জেলা কমিটির সেক্রেটারি এস কে হাসিব। উপস্থিত ছিলেন ) দি হাঙ্গার প্রজেক্ট এর রিজবিউল কবির (ফিল্ড কোর্ডিনেটর) ও আবু উবাইদা (নিউট্রিশন ফোকাল) ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা গণতন্ত্র ও সম্প্রীতি বিষয়ে দুটি সামাজিক উদ্যোগ গ্রহণ করেন, যা আগামী দিনে বাগেরহাটে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :