বাগেরহাটে বিএনপির কমিটিগঠণকে কেন্দ্র করে মারধরের প্রতিবাদে মানববন্ধন


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন /
বাগেরহাটে বিএনপির কমিটিগঠণকে কেন্দ্র করে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১১ মে) দুপুরে উপজেলার কাটাখালি মোড়ে সহস্রাধিক নেতাকর্মী জড়ো হয়ে এই মানববন্ধন করেন। এতে বক্তব্য দেন, ফকিরহাট উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম আউয়াল, গোলাম মোস্তফা, এ্যাড. হেনারা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, শুভদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে গেল ৯ এপ্রিল উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখারুজ্জামান পলাশের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। সেখানে তারা ফকিরহাট উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এম আউয়াল, এ্যাড. হেনারা খাতুনসহ কয়েকজন বিএনপির নেতাকর্মীকে মারধর করেন। বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম গোরাকেও শারীরিকভাবে লাঞ্চিত করে।মূলত ওয়ার্ড কমিটির নির্বাচনে পলাশের লোকজন বিজয়ী না হওয়ায়তারা এই বিশৃঙ্খলা করেছে। আমরা পলাশ ও তার লোকজনের বিচার চাই।

মানবন্ধনকারীদের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখারুজ্জামান পলাশ বলেন, ওইদিন মূলত আমার লোকজনকে মারধর করেছে যারা মানববন্ধন করেছে তারা। মারধরে আহত আমার কয়েকজন কর্মী হাসপাতালে ভর্তি রয়েছে। মূলত আমার কর্মীদের মারধরের ঘটনা ধামা চাপা দিতে উল্টো অভিযোগ করছেন তারা।