নিজস্ব প্রতিবেদক,
আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিজয়ের আনন্দে মেতে উঠেছে বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদল। শনিবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার গিলাতলা বাজারে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিল। মিছিলটি ঘিরে স্থানীয় যুবক ও ছাত্রদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুবহান ডাকুয়া। এছাড়া উপস্থিত ছিলেন বাঁশতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাকি বিল্লাহ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ রিপন, এবং গিলাতলা আবুল কালাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য সিকদার ফয়সালসহ আরও অনেকে।
মিছিলে অংশ নেওয়া বাকি বিল্লাহ বলেন, “রামপালে আওয়ামী লীগের অপশাসনের অবসান ঘটায় আমরা কৃতজ্ঞ, এই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ মুক্তির স্বাদ পাচ্ছে।
আব্দুল্লাহ রিপন বলেন, ছাত্রদল এখন ঐক্যবদ্ধ, সামনে আরও বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা দেশের প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করবো।
বক্তব্য রাখতে গিয়ে সুবহান ডাকুয়া বলেন, “দেশে জনগণের শাসন ফিরিয়ে আনতেই ছাত্রদল মাঠে ছিল, আছে, থাকবে। আজকের এই বিজয় গণতন্ত্রকামী জনগণের বিজয়।
তিনি আরো বলেন,আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার প্রতীক। তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশের ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ।এই বিজয় শুধু ছাত্রদলের নয়, দেশের সব গণতন্ত্রকামী মানুষের।”
মিছিলে ছাত্রদল কর্মীদের স্লোগানে মুখর ছিল গোটা এলাকা। তারা এ ঘটনার পেছনে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে উল্লেখ করেন এবং আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা পালনের ঘোষণা দেন।
এম, এস।
আপনার মতামত লিখুন :