নিজস্ব প্রতিবেদক,
বাগেরহাটের সাইনবোর্ডের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সাইনবোর্ড আদর্শ নুরানী মাদ্রাসার ১ম সাময়ীক পরীক্ষা-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এ ফলাফল ঘোষনা করা হয়। এ সময় অবিভাবকেরা সন্তোশ প্রকাশ করেন।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব, এস এম খালিদ হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাষ্টার মোতালেব হোসেন (প্রাক্তন শিক্ষক ও সভাপতি অত্র মাদ্রাসা)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সাইনবোর্ড আদর্শ নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্লে, নার্সারী, প্রথম ,দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেনীর ০১ থেকে ১০ম স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের নাম ঘোষণা এবং ১ম, ২য় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।
সাইনবোর্ড আদর্শ নুরানী মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাষ্টার মোঃ লিটন শেখ বলেন, প্রতিষ্ঠানটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। খুব অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানের পড়াশুনার গুনগতমান ভালো হওয়ায় আশা অনুযায়ী ছাত্র ছাত্রী ভর্তি হচ্ছে। আগামীতেও শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানিক সকল সুযোগ সুবিধা অব্যাহত থাকবে ।
আপনার মতামত লিখুন :