ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ভূখণ্ডে বুধবার তিনটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চার কর্মকর্তা পরিচয় প্রকাশ না করা শর্তে রয়টার্সকে জানিয়েছেন। ভারত পাকিস্তানের নয়টি স্থানে ‘সন্ত্রাসীদের অবকাঠামোতে’ আঘাত হানার দাবি করার কয়েক ঘণ্টা পর ওই কর্মকর্তারা একথা জানান।
তারা জানান, রাতে যুদ্ধ বিমানগুলো কাশ্মীরের পৃথক এলাকায় পড়ে বিধ্বস্ত হয়। এসব বিমানের সব পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রয়টার্স জানায়, এই তথ্যগুলো নিশ্চিত করার জন্য তাৎক্ষণিকভাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা।
স্থানীয় গণমাধ্যমে আসা ছবিগুলোতে দেখা গেছে, একটি এলাকায় রূপালি রঙের ক্ষতিগ্রস্ত একটি বড়, নলাকার ধাতব খণ্ড মাঠের মধ্যে পড়ে আছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ছবির সত্যতা যাচাই করতে পারেনি।
পাকিস্তান সামরিক বাহিনীর একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছেন। এগুলোর মধ্যে তিনটি রাফাল যুদ্ধ বিমান, অপর দুটির মধ্যে একটি এসইউ-৩০ ও মিগ-২৯।
ভারতীয় বিমানগুলো পাকিস্তানে হামলা করার পর সেগুলোকে লক্ষ্যস্থল করা হয় বলে জানান তিনি। তবে পাকিস্তানের এসব দাবি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরিফ জানিয়েছেন, ভারতীয় বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর পাকিস্তানের বাহিনী ভারতীয়দের যুদ্ধ বিমান, কোয়াডকপ্টার, ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কোরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ব্যোমিকা সিং ভারতীয় অভিযানের বিস্তারিত বিবরণ দেন। তারা ছবি দেখিয়ে পাকিস্তানে ‘সন্ত্রাসীদের শিবির’ ধ্বংস করা হয়েছে বলে জানান।
তারা জানান, অভিযানটি বুধবার দুপুর রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে চালানো হয়েছে আর এতে ২৫ মিনিটের মতো সময় লেগেছে। হামলায় পাকিস্তান সামরিক বাহিনীর কোনো ঘাঁটি বা বেসামরিক কাউকে লক্ষ্যস্থল করা হয়নি বলে দাবি করেছেন তারা।
বিবিসি জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাম্পোর এলাকায় একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এটি কাদের বা কী ধরনের বিমান তা শনাক্ত হয়নি। ভারতীয় নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
আপনার মতামত লিখুন :