বাগেরহাটে বানিজ্যমেলার আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ৮, ২০২৫, ১২:২০ অপরাহ্ন /
বাগেরহাটে বানিজ্যমেলার আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বানিজ্য মেলার আয়োজন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার (৮ মে) বেলা ১১ টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে সম্মিলিত ব্যবসায়ী সমিতির ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধনে শহরের কয়েকশ ব্যবসায়ী অংশ নেন।

পরে মিছিল নিয়ে বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে যায় ব্যবসায়ীরা। সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। বর্তমানে অর্থনৈতিক মন্দা চলছে, ব্যবসায়িরা মুলধন হারিয়ে দুর্বিসহ জীবনযাপন করছে। এব অবস্থায় বাগেরহাটে অবিলম্বে বানিজ্য মেলার আয়োজন বন্ধ করার দাবি জানান জানান ব্যবসায়ীরা।মানবন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ি মনির হোসেন , মাহবুবুল আলম কাজল, গোলাম মোস্তফা ও মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমূখ।

মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বর্তমানে অর্থনৈতিক মন্দা চলছে, ব্যবসায়িরা মুলধন হারিয়ে দুর্বিসহ জীবনযাপন করছেন। দোকান ভাড়া, কর্মচারি বেতন দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। এরমধ্যে বানিজ্য মেলার আয়োজন করা হচ্ছে। লাটারির নামে জুয়ার আসর বসবে। কাদের স্বার্থে এই বানিজ্য মেলার আয়োজন হচ্ছে। ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স এই আয়োজন বিষয়ে কিছুই জানেনা। তাদের সাথে কোন আলোচনা হয়নি। আজ বাধ্য হয়ে মেলার বন্ধের দাবিতে ব্যবসায়িরা পথে নেমেছে। তাই প্রশাসন বিষয়টির উপর নজর দিবে, মেলা বন্ধ করবে। তানাহলে ব্যবসায়ীরা আগামীতে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন ব্যবসায়িরা।

আগামী ১২ মে বাগেরহাট শহরের পৌর পার্কে বানিজ্য মেলার উদ্ধোধন হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে পৌর পার্কে স্টল নির্মানের কাজ চলছে।