বাগেরহাটে বিআরটিএ তে দুদকের অভিযান


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৫, ১:২৭ অপরাহ্ন /
বাগেরহাটে বিআরটিএ তে দুদকের অভিযান

নিজেস্ব প্রতিবেদক

গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (০৭ মে) দুপুরে দুদক, বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময়, বিআরটিএ কার্যালয়ে দালালদের উপস্থিতি, পরীক্ষা-প্রশিক্ষণ ছাড়াই বিআরটি এ থেকে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স প্রদান, বিআরটিএ কর্মকর্তাদের সেবা প্রদানের প্রতিশ্রুতিতে বিকাশ-নগদের মাধ্যমে মুঠোফোনে অনৈতিক আর্থিক লেনদেনের প্রমান পেয়েছে দুদক কর্মকর্তারা।

এছাড়া ড্রাইভিং লাইসেন্সের জন্য নেওয়া পরীক্ষার একই হাতের লেখা সম্বলিত একাধিক খাতা পাওয়া যায়। এই পরীক্ষায় ২০ মার্কের মধ্যে ১২ পেলে পাশ করার কথা থাকলেও, অনেক খাতায় ৮,৯ মার্ক পেলে তাকে ৩ এবং ৪ মার্ক যোগ করে পাশ করিয়ে দেওয়া হয়েছে এমন প্রমান পাওয়া যায়। বিআরটিএ কার্যালয়ে অভিযানে প্রাপ্ত তথ্য পরবর্তী আইনগত তথ্য দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান।

তিনি বলেন, সেবা গ্রহিতাদের হয়রানি, সেবার বিনিময়ে অনৈতিকভাবে টাকা গ্রহনসহ নানা অভিযোগে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালানো হয়। আমরা বেশকিছু অনিয়মের সত্যতা পেয়েছি। প্রাপ্ত অনিয়মের তথ্য পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যে নির্দেশনা পাওয়া যাবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।