সার ও বীজ মনিটরিং সভা


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন /
সার ও বীজ মনিটরিং সভা

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট কচুয়া উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬-০৫-২০২৫ ইং) তারিখে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আবু নওশাদ । এতে উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন কৃষি সংগঠনের প্রতিনিধি, সার ও বীজ ডিলার, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন মৌসুমকে ঘিরে সার ও বীজের মজুত, সরবরাহ ও ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া কৃষকদের যেন ভেজাল সার ও বীজ নিয়ে প্রতারিত না হতে হয়, সে বিষয়ে মনিটরিং জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।উক্ত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মনিটরিং কমিটির মুল কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি কমিটির সকল কর্মকর্তাদেরকে বিশেষ কয়েকটি বিষয়ের উপর নজনদারী রাখতে বলেন।

যেমন,

  • সার ও বীজ সরবরাহ নিশ্চিতকরণ: কৃষকদের মাঝে সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা।
  • ডিলার নিয়োগ ও তদারকি: সরবরাহ ব্যবস্থাপনায় ডিলার নিয়োগ ও তাদের কার্যক্রম তদারকি করা।
  • বাজার মনিটরিং: সার ও বীজের বাজারমূল্য পর্যবেক্ষণ এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে পদক্ষেপ গ্রহণ।
  • ভেজাল ও নকল পণ্য প্রতিরোধ: ভেজাল বা নকল সার ও বীজ বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
  • কৃষকদের সচেতনতা বৃদ্ধি: কৃষকদের মাঝে সঠিক সার ও বীজ ব্যবহারের বিষয়ে সচেতনতা সৃষ্টি।
  • সরকারকে অবহিতকরণ: সার ও বীজ পরিস্থিতি সম্পর্কে সরকারকে নিয়মিত অবহিত করা।

সভায় ইউএনও বলেন, “প্রত্যেক কৃষকের কাছে সার ও বীজ যেন সময়মতো এবং সঠিক মূল্যে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।