নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে পারিবারিক চলাচলের রাস্তা কেটে পুকুর খনন করার অভিযোগ উঠেছে নূরুল আলম শাহাদাত নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (০৬ মে) দুপুবে বাগেরহাট প্রেসক্লাবে সম্মেলন করে এসব অভিযোগ করেন তার আপন ছোট ভাই আয়কর আইনজীবী শেখ মনিরুজ্জামান। তিনি বলেন, বাগেরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের -রেলরোড, বাইবাস সড়কে আমার ৪ তলা ভবন রয়েছে। সেখানে দুই কক্ষ বিশিষ্ট ৭টি ইউনিটে ভাড়াটিয়া রয়েছে। আমরা ৪ ভাই ও ৩ বোন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উক্ত জমি আপস মীমাংসায় ভোগ দখল করছি।
আমাদের জমিতে আমার সেজে ভাই নুরুল আলম শাহাদাত আমিসহ অন্য ভাইবোনদের না জানিয়ে চলা চলের পথসহ ৪তলা ও ২ তলা ভবনের সীমানা সংলগ্ন জমিতে পুকুর খনন করছে। ফলে আমার ৪তলা ভবস এবং আমার বড় ভাইয়ের ২ তলা ভবনে বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাড়ীতে প্রবেশের রাস্তা কেটে পুকুর খনন করায় বাড়ীতে ১০ টি পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আমার পরিবারসহ আমাদের অন্যান্য শরীক ও ভাড়াটিয়াদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য নূরুল আলম শাহাদাতকে এসব জঘন্যতম কাজ হইতে বিরত রাখার ব্যবস্থা করতে হবে।
আপনার মতামত লিখুন :