বাগেরহাটে কর্মজীবি নারীর প্রকল্প অবহিতকরণ সভা


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন /
বাগেরহাটে কর্মজীবি নারীর প্রকল্প অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবি নারীর দক্ষিণাঞ্চলের নারী শ্রমিকদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, আইনি অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকারের জন্য শোভন কাজ এবং কমিউনিটি স্থিতিস্থাপকতা বৃদ্ধিকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগীতায় মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাখালগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইলিয়াস খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক এস,এম মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস,এম নাজমুছ সাকিব, সমাজকর্মী রাকিবুল ইসলাম সেতু ও রুপসা সি-ফুড এর এইচ আর এডমিন রাজু বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠিত সভায় কর্মজীবি নারীর প্রকল্প কর্মকর্তা মোঃ রুবেল আহমেদসহ প্রকল্পের সাথে জড়িত নারীরা উপস্থিত ছিলেন।