নিজেস্ব প্রতিবেদক:
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার দাবিতে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক যুব নারী-পুরুষ, স্থানীয় উদ্ভাবক এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সোমবার (২১ এপ্রিল) সকালে বাগেরহাট শহীদ মিনার চত্বর থেকে একশন এইড বাংলাদেশ, বুয়েট এবং জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের সহায়তায় র্যালিটি বের করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ২৩ ও ২৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫’-এর বার্তা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শেষ হয় বাগেরহাট প্রেসক্লাবের সামনে। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও আশ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআরভি’র সমন্বয়কারী কাজী জাভেদ খালেদ পাশা জয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মলিন, জোয়ার বাংলাদেশের নির্বাহী পরিচালক আব্দুস সালাম, ডিস্ট্রিক্ট পুলিশ ফোরামের গোপীনাথ সাহা, মহিলা দলের সাধারণ সম্পাদক ইভা আক্তার প্রমুখ।
এছাড়া আশ বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা, জোয়ার বাংলাদেশ, ভৈরব মহিলা সংস্থা, বাগেরহাট পরিবেশ সুরক্ষায় নাগরিক কমিটি, আশার আলো বাংলাদেশ, নারী ও শিশু উন্নয়ন সংস্থা, কমিউনিটি ল্যান্ড রাইটস গ্রুপ, শিল্পী তীর্থ নাট্যদল, রাজাপুর গ্রাম উন্নয়ন দল, গ্রীন ইয়ুথ ফোরাম, রাইজিং স্টার ইয়ুথ গ্রুপ, সোনারী দুস্থ মহিলা সংস্থার সদস্যসহ শতাধিক তরুণ-তরুণী এই র্যালি ও আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, “ন্যায্য জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে হবে। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং এ সংক্রান্ত নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”
তারা আরও বলেন, এই উদ্যোগ শুধু জলবায়ু সংকট মোকাবিলায় সহায়ক হবে না, বরং নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও সামাজিক সচেতনতাও জোরদার করবে। এম,এস
আপনার মতামত লিখুন :