ঢাকার বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’: বৈশাখী উৎসবে মাতলো চারুকলা অনুষদ


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ৮:৪৫ পূর্বাহ্ন /
ঢাকার বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’: বৈশাখী উৎসবে মাতলো চারুকলা অনুষদ

নরসিংদী প্রতিনিধি:

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে রাজধানী ঢাকায় আজ অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’, যা আয়োজিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে।

“ঐক্যতানে, সাম্যের অনুরণন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজারো মানুষ জড়ো হয় রমনার চারুকলা প্রাঙ্গণে। শোভাযাত্রাটি সকাল থেকেই জনস্রোতে রূপ নেয়। মুখোশ, ঘোড়া, পেঁচা, বাঘ, রঙিন চাকা, লোকজ শিল্পকর্ম আর নানা কল্পচিত্রে সাজানো হয় পুরো আয়োজন।

শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিমনা মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরুষেরা পরেন পাঞ্জাবি, নারীরা বাহারি শাড়িতে সেজে যোগ দেন উৎসবে। আনন্দ, সংগীত ও লোকজ ঐতিহ্যের মিশেলে রাজপথ পরিণত হয় এক বিশাল বৈশাখী মেলায়।

উল্লেখ্য, বহু বছর ধরে চালু থাকা ‘মঙ্গল শোভাযাত্রা’-র নাম এবার পরিবর্তন করে রাখা হয়েছে ‘আনন্দ শোভাযাত্রা’, যাতে সকল সম্প্রদায়ের মানুষকে একীভূত করে বাঙালির প্রাণের উৎসবকে আরও বেশি উদার ও সর্বজনীন করা যায়।

এই আয়োজন কেবল একটি উৎসব নয়, বরং একটি বার্তা—যেখানে উঠে আসে বাঙালির ঐক্য, অসাম্প্রদায়িক চেতনা ও লোকজ সংস্কৃতির গৌরবময় প্রকাশ।

সম্রাট প্রধান/ এম, এস