নিজস্ব প্রতিবেদক,
বাগেরহাটে চার দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উদ্বোধনী প্রশিক্ষণ কর্মশালার অণুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফখরুল হাসানের সভাপতিত্বে এসময় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, বাগেরহাট গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক মোঃ তৌফিকুল ইসলামসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বাগেরহাট কচুয়া ও চিতলমারী উপজেলার ২৪ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহন করেন।
আপনার মতামত লিখুন :