বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে বাড়ি-বাড়ি যাচ্ছেন বিএনপি নেতা মনি


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৫, ১:২৬ অপরাহ্ন /
বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ দিতে বাড়ি-বাড়ি যাচ্ছেন বিএনপি নেতা মনি

নিজস্ব প্রতিবেদক,

বাগেরহাট : বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থীদের উৎসাহ যোগাতে ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান। আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার খোঁজখবর নিচ্ছেন। সেই সাথে কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করছেন।

এর অংশ হিসেবে শুক্রবার (০৫ এপ্রিল) রাতে বাধাল ইউনিয়নের কয়েকজন এসএসসি পরীক্ষার্থীদের বাড়িতে যায়। তাদের  পড়ালেখার খোঁজখবর নেন। পরীক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের সাথেও তিনি কথা বলেন। এ সময় তার সাথে মসনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দাসসহ স্থানীয় শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। এর আগেও কয়েকদিন ধরে তিনি শিক্ষার্থীর বাড়ি বাড়ি যাচ্ছেন। বিএনপি নেতার এমন উদ্যোগে খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বিএনপি নেতা মনিরুল ইসলাম খান বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শিক্ষার্থীদের হাতে বই খাতা কলমের পরিবর্তে মাদক ও অস্ত্র তুলে দিয়ে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল। ‘পরীক্ষা দিলে পাস’ এই নীতির পরিবর্তন ঘটানোর জন্য তার এই ব্যতিক্রমী প্রচারণা। তিনি সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার মান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের স্কুলে পাঠিয়েই দায়িত্ব শেষ নয়। আপনার ছেলে বা মেয়ে ঠিকমতো পড়াশোনা করছে কিনা তার খোঁজ নিতে হবে। টাকা জমিয়ে সম্পদ নয়, সন্তানকে সম্পদে পরিণত করুন। তিনি প্রতিটি সন্তানের পিতা মাতাকে সন্তানের সঠিক যত্ন নেওয়ার জন্য পরামর্শ দেন এই নেতা।