নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাটের রামপালে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) দিন ব্যাপী উপজেলার বাঁশতলীতে জাহেদা আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় ১৬ টি প্রতিষ্ঠানের ৪২ জন শিশু অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।বিশেষ অতিথি ছিলেন জাহেদা আব্দুল রউফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক ডা. মোঃ আতিয়াত রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন, কাসিপুর কারামতিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শেখ মাওলানা শেখ অলিউর রহমান, ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মকবুল হোসেন খান, জামায়াত নেতা অধ্যাপক ইকবাল হুসাইন, স্থানীয় মল্লিক আব্দুল হাই, অধ্যাপক আকবর আলী প্রমুখ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ)-এর সহকারী অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান বলেন, এই প্রতিযোগিতা শুধু একাডেমিক অর্জনের জন্য নয়, বরং ইসলামী জ্ঞানে উদ্বুদ্ধ হওয়ার একটি সুবর্ণ সুযোগ।
কুরআন আমাদের জীবনের সর্বোত্তম গাইডলাইন, এবং আমরা যদি এই শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের সমাজ হবে আরও শান্তিপূর্ণ ও উন্নত।
আপনার মতামত লিখুন :