সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন /
সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক

নিজস্ব প্রতিবেদকঃ

সুন্দরবন থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ মোঃ ইয়াসিন গাজি (২৭) নামের এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে মাংসসহ ওই শিকারীকে আটক করা হয়। আটক শিকারি ও জব্দকৃত হরিণের মাংস হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়েছে।

আটককৃত হরিণ শিকারী মোঃ ইয়াসিন গাজি (২৭) খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাংসসহ এক শিকারীকে আটক করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে বুধবার বিকেলে সুন্দরবনের শিবসা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস ও শিকারের জন্য ব্যবহৃত ৮০ টি ফাঁদ জব্দ এবং ৫ শিকারীকে আটক করে কোস্টগার্ড।

এম,এস