বাগেরহাটে প্রতিদিন ইফতার বিতরণ করছে ছাত্রদল


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ৪:২২ অপরাহ্ন /
বাগেরহাটে প্রতিদিন ইফতার বিতরণ করছে ছাত্রদল
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল। প্রথম রোজা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শেষ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
এরই ধারাবাহিকতায় বুধবার (১২ মার্চ) ১১তম রমজানে বাগেরহাট শহরের শিশু হাসপাতাল মোড়ে ছাত্রদলের নেতাকর্মীরা ইফতার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ আল মামুন, ওয়ালিদ শেখ, শামিম মুন্সি, জসিম মিনা, আল-আমিন শেখ, রোহিত হালদার, তাজ আহমেদ, ইমন শেখ, সৈয়দ নাহিদ আহমেদ, কাইফ সরদার, মুস্তাহিদ, আমীর হামজা ঈসান প্রমুখ।
এছাড়া রমজানের প্রথম দিন থেকেই ছাত্রদল বাগেরহাটের বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে। এ পর্যন্ত তারা বাগেরহাট প্রেস ক্লাব চত্বর, বাসস্ট্যান্ড, রেল রোড, স্বাধীনতা উদ্যান, পুরাতন বাজার, খানজাহান আলী মাজার এলাকা, হাসপাতাল মোড়সহ বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করেছে।
বাগেরহাটের সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিতরা ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, রমজানের এই ইফতার বিতরণ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যান্য সংগঠনগুলোকেও অনুপ্রাণিত করবে।
বিনামূল্যে ইফতার পেয়ে রিকশাচালক রফিকুল ইসলাম বলেন, রোজার মাসে রিকশা চালাতে বেশ কষ্ট হয়। প্রতিদিন ইফতারের সময় যেখানে থাকি সেখানে বসেই পানি দিয়ে ইফতার করি। আজ ছাত্রদলের পক্ষ থেকে ইফতারের প্যাকেট পেলাম। প্যাকেটের ভেতর ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ রয়েছে। আজকের ইফতারটা ভালো হবে। তাদেরকে ধন্যবাদ জানাই।
এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, “রমজান হলো সংযম ও সহমর্মিতার মাস। আমরা চাই, এই পবিত্র মাসে কেউ অভুক্ত না থাকুক। তাই ছাত্রদলের পক্ষ থেকে প্রতিদিন অসহায় ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। শেষ রমজান পর্যন্ত আমরা এ কর্মসূচি অব্যাহত রাখবো।”
তিনি আরো বলেন, “আমাদের এই উদ্যোগ সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই, এ কাজ দেখে অন্যরাও উদ্বুদ্ধ হোক এবং মানুষের পাশে দাঁড়াক।”
 এম, এস