মাঝি ভাই
সৈয়দ রুহুল আমিন জুয়েল
ও মাঝি ভাই,
একটু শুনে যাও,
পাল তুলে ঐ সাগরের মাঝে যাও।
তোমার কি ভয় লাগে না?
অতল সাগরে ভেসে বেড়াও,
মনের সুখে গান গাও,
এতো সাহস কোথা থেকে যোগাও?
বেলা ডুবি ডুবি, তবু
তুমি হাল ছাড়ো না,
বৈঠা বেয়ে যাও।
আহার-নিদ্রার সময়টুকু কখন পাও,
একটু কইয়া যাও!
তুমি তো বেশ স্বার্থপর, মাঝি ভাই,
আপনজনারে কুটিরে রেখে
একা একা অকূল দরিয়াতে ভেসে বেড়াও।
ও মাঝি ভাই, একটু কইয়া যাও,
এতো সুখ তুমি কোথায় পাও?
তোমার তো সুখের অভাব নাই,
চিরকাল তুমি সুখী রও।
– এম,এস
আপনার মতামত লিখুন :