বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মারধর, হামলা-লুটপাটের অভিযোগ


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন /
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মারধর, হামলা-লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,

বাগেরহাটে উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার নোনাডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বোন মোসাঃ মোমেনা বেগম বাদী হয়ে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, নোনাডাঙ্গা গ্রামের মোঃ খোকন সেখের সাথে মোমেনা বেগম ও তার পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। তাদের সম্পত্তি বেদখল ও বঞ্চিত করার উদ্দেশ্যে মোঃ খোকন শেখ ও তার লোকজন চেষ্টা করছে। উক্ত সম্পত্তিতে আদালতে মামলা চলমান রয়েছে । ২০০৯ সালে হাইকোর্ট সিভিল ডিভিশন নম্বর ১১৩০/২০০৯ চলমান থাকা কালে হাইকোর্ট বিভাগ সিভিল রিভিশন মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত আদেশ প্রদান করে। কিন্তু মোঃ খোকন শেখ কোন আইনের তোয়াক্কা না করে নিজের ক্ষমতার জোরে উক্ত জমিতে ঘরবাড়ি নির্মাণের প্রস্তুতি গ্রহণ করছে।

মোমেনা বেগমের ভাই ইউনুস শেখ জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। মোঃ খোকন শেখ ও তার লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সম্পূর্ণ বেআইনিভাবে আমাদের সম্পত্তি দখলের পায়তারা করছে। তারা সম্পত্তিতে ঘর দরজা নির্মাণের প্রস্তুতিও গ্রহণ করেছে। এখন আমরা বাধা দিলেই আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করছে। এ জন্য চরম নিরাপত্তাহীনতার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ উল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।