নিজস্ব প্রতিবেদক
:মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) দুপুরে বাগেরহাট জেলা মহিলা দলের আয়োজনে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়।
এসময়, বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, প্রেসক্লাবের সভাপতি ও জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা।
বক্তারা বলেন, মাগুরাসহ সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরও বেপরোয়া হয়ে উঠবে। অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
আপনার মতামত লিখুন :