নিজস্ব প্রতিবেদক,
বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে সভ দা সুন্দরবন ফাউন্ডেশন। রোববার বিকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাবেক সভাপতি আহসানুল করিম, শাহ আলম টুকু, মোঃ দেলোয়ার হোসেনসহ প্রেসক্লাবের সদস্য এবং বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা সুন্দরবন ও পরিবেশ সংরক্ষণে সেভ দা সুন্দরবন ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া সবার মধ্যে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :