নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র রমজান মাসে সাধারণ রোজাদারদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে চলমান ইফতার বিতরণ কর্মসূচির ষষ্ঠ দিন উদযাপিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে শহরের মিঠাপুকুরপাড় এলাকায় শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ বনি। আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শেখ আল মামুন, জসিম মিনা, আল-আমিন শেখ, রোহিত হালদার, নাহিদ, রিজভী, ইমন, বাহাউদ্দীন, তানভীর, রাজসহ অন্যান্য নেতাকর্মীরা।
ইফতার পেয়ে খুশি রোজাদারেরা তাদের অনুভূতি প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন বলেন, “রমজানে নিত্যপণ্যের দাম অনেক বেশি। ছাত্রদলের পক্ষ থেকে এই ইফতার বিতরণ আমাদের মতো সাধারণ মানুষের জন্য সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন।
গৃহবধূ রোকসানা বেগম বলেন, “রমজানের এই পবিত্র মাসে ইফতার পেয়ে খুব ভালো লাগছে। যারা এই আয়োজন করেছেন, তাদের জন্য দোয়া করি।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়। আমরা চেষ্টা করছি রোজাদারদের মুখে একটু হাসি ফোটাতে। ইনশাআল্লাহ, এই কার্যক্রম চলবে।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।
এম,এস
আপনার মতামত লিখুন :