নিজস্ব প্রতিবেদকঃ
বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৩ মার্চ) বিকেলে বাগেরহাটের পুরান বাজার মোড়ে ইফতার বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এর আগে শহরের সাধনার মোড়েও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এক পথচারী বলেন, রোজার সময় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটি অনেক উপকারে আসবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, আল ইমরান, মো. ওয়ালিদ হোসেন, শামিম মুন্সি, জসিম মিনা, শেখ আলামিন হোসাইন, রহিত, আকিব, নাহিদ, কাইফ তাসকিন প্রমুখ।
জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এই ইফতার বিতরণ শুধুমাত্র একটি কর্মসূচি নয়, বরং এটি ছাত্রদলের মানবিক দায়বদ্ধতার অংশ। পুরো রমজান মাসজুড়ে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।
উল্লেখ্য, ছাত্রদলের এই মানবিক উদ্যোগ রমজান মাসব্যাপী চলবে এবং প্রতিদিন বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করা হবে।
এম,এস
আপনার মতামত লিখুন :