বাংলাদেশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, ২ রোজা শুরু রোববার


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ১:৩১ অপরাহ্ন /
বাংলাদেশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, ২ রোজা শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজান। আজ এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবির নামাজ আদায় করবেন এবং সেহরির মাধ্যমে রোজা পালন শুরু করবেন।

শনিবার (১ মার্চ) দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা যায়। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৪৪৬ হিজরি সনের রমজান গণনা শুরু হবে ২ মার্চ থেকে। এ হিসাবে আগামী ২৭ মার্চ (২৬ রমজান) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

এর আগে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও একই দিন রোজা শুরু হয়েছে। বাংলাদেশের কিছু অঞ্চলেও সৌদি আরবের অনুসরণে শনিবার থেকেই রোজা রাখা শুরু হয়েছে।

শনিবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখার ঘোষণা দেন। তিনি দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, “আগামীকাল ২ মার্চ থেকে রোজা শুরু হবে। মুসলিম উম্মাহর জন্য এ মাস কল্যাণ ও বরকতের বার্তা নিয়ে আসুক।”

চাঁদ দেখা সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বোর্ড অব গভর্নর সদস্য মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীসহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় ব্যক্তিত্ব।

রমজান উপলক্ষে দেশজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ মাসে ইবাদত, রোজা, দোয়া এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদগুলোতে মুসল্লিদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

এম,  এস