তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন /
তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

তরুণদের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

 নিজস্ব প্রতিবেদক

বৈষম্যহীন ও শোষণমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি – এনসিপি) কে শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার (১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে আমি তাদের অভিনন্দন জানাই। আমি আশা করি, তারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে জনকল্যাণে কাজ করবে।

তিনি আরও বলেন, “তরুণ নেতৃত্বের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। আমি চাই, তারা নতুন চিন্তা ও নতুন জাগরণের মাধ্যমে রাজনীতিকে এগিয়ে নেবে। বিশেষ করে, জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে দল পরিচালিত করবে।

ইলিয়াস কাঞ্চন নবগঠিত দলকে ইতিবাচক সমালোচনা গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, “মানুষ সমালোচনা করবেই, তবে দলের জন্য যা উপকারী, তা গ্রহণ করা উচিত। ক্ষমতায় যাওয়া একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়, বরং জনগণের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েই রাজনীতি করতে হবে।

তিনি নতুন রাজনৈতিক দলটির সাফল্য কামনা করে বলেন, “আপনাদের পথচলা শুভ হোক। দেশের জন্য, জনগণের জন্য এগিয়ে যান।”/এম এস