নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক বৈঠক নিয়ে চাঞ্চল্যকর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বৈঠকটি উত্তেজনাপূর্ণ ও বাক-বিতণ্ডাপূর্ণ হয়ে ওঠায় রাশিয়া এর দায় পুরোপুরি জেলেনস্কির ওপর চাপিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা কটাক্ষ করে বলেছেন, “জেলেনস্কি বৈঠকে যে ঔদ্ধত্য দেখিয়েছেন, তাতে ট্রাম্প তাকে শারীরিকভাবে আঘাত না করে সংযম দেখিয়েছেন—এটাই সত্যিকারের বিস্ময়ের বিষয়।”
টেলিগ্রামে এক পোস্টে তিনি আরও বলেন, “জেলেনস্কি এ পর্যন্ত যত মিথ্যে বলেছেন, তার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি হলো ২০২২ সালে যুদ্ধ শুরুর সময় কিয়েভ একা ছিল। যে হাত তাকে সাহায্য দিয়েছে, সেই হাতেই তিনি কামড় দিয়েছেন।”
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ আরও এক ধাপ কঠোর ভাষায় জেলেনস্কিকে আক্রমণ করে বলেন, “এই প্রথম ট্রাম্প এই কোকেন ক্লাউনের (জেলেনস্কি) মুখের ওপর সত্যিটা বললেন—কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে! এই অকৃতজ্ঞ শূকরটি শূকরের খামারের মালিকদের হাতেই থাপ্পড় খেয়েছে।”
তিনি আরও বলেন, “এটাই যথেষ্ট নয়। আমাদের অবশ্যই এই নাৎসী মেশিনকে সহায়তা দেওয়া বন্ধ করতে হবে।”
ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে গিয়েছিলেন জেলেনস্কি। আলোচনার বিষয় ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের কৌশল এবং ইউক্রেনের মূল্যবান খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ। বৈঠকের শুরুতে ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর পরামর্শ দেন।
কিন্তু জেলেনস্কি এ ধরনের সমঝোতার সম্ভাবনাকে চ্যালেঞ্জ করেন এবং ট্রাম্পের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নমনীয় মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। এতে ট্রাম্প চটে যান এবং তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জেলেনস্কির কৃতজ্ঞতাবোধ নিয়ে কটাক্ষ করেন।
বৈঠকের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে, একপর্যায়ে ট্রাম্প তার সহকারীদের নির্দেশ দেন জেলেনস্কিকে বের করে দিতে। ফলে এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক কার্যত পণ্ড হয়ে যায়।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রধান ইয়েভগেনি প্রিমাকভ বলেন, “পুরো বিশ্ব দেখেছে, কিয়েভ কেবল উসকানি দেওয়ার জন্যই কাজ করছে।”
এদিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের ব্যর্থতা কেবল যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কেই নয়, বরং বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: এএফপি
এম,এস
আপনার মতামত লিখুন :