খুলনা প্রতিনিধি
খুলনা জেলা পর্যায়ে মানবপাচার প্রতিরোধ ও দুর্যোগ সতর্কবার্তা ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়াদা সংস্থা কর্তৃক বাস্তবায়িত এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বি-পেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় “মানবপাচার প্রতিরোধ ও দুর্যোগ সতর্কবার্তা ব্যবস্থাপনা বিষয়ক” কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়াদা সংস্থার প্রোজেক্ট ম্যানেজার মো:আল-আমীন সরদার এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন মন্ডল,অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম, বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি, ওয়াদা সংস্থার চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি প্রমুখ।
কর্মশালায় মানবপাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় দ্রুত সতর্কবার্তা পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ বিষয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন এবং সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “মানবপাচার একটি ভয়ংকর সামাজিক সমস্যা, যা সমাজের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। এটি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর আইনি ব্যবস্থার প্রয়োজন। পাশাপাশি, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় একযোগে কাজ করতে হবে।
আপনার মতামত লিখুন :