দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ-এর উদ্যোগ

বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে কর্মশালা


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:১০ অপরাহ্ন /
বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়নে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক,

বাগেরহাটে “যুবকদের রাজনৈতিক ক্ষমতায়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপি শহরের ধানসিড়ি হোটেলে দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ-কানাডীয় তহবিলের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদার বাস্তবায়নে এই দিনব্যাপি কর্মশালা হয়।

সকালে কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ-এর ফাস্ট সেক্রেটারী মার্কুস ডেভিস।

এসময়, সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক জনাব এস.এম রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো:কামরুজ্জামান, দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ-এর সিএফএলাই প্রজেক্টের কো-অর্ডিনেটর সামিয়া করিম, ওয়াদা এর চেয়ারম্যান নিলুফা আক্তার ইতি, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো:আল-আমীন সরদার, ট্রেনিং ফ্যাসিলিটিটের ফয়সাল হাওলাদারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপি কর্মশালায় ৩৫ জন ইয়ুথ সদস্য স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন, গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা বিষয়ে প্রশিক্ষন গ্রহন করেন।