দীর্ঘদিন পর বাগেরহাটে আসছেন বিএনপি নেতা মনি, নেতাকর্মীদের মাঝে উচ্ছাস


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:২৫ অপরাহ্ন /
দীর্ঘদিন পর বাগেরহাটে আসছেন বিএনপি নেতা মনি, নেতাকর্মীদের মাঝে উচ্ছাস

নিজস্ব প্রতিবেদক,

দীর্ঘ ৭ বছর পরে বছর পরে নিজ জন্মস্থানে ফিরছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দীর্ঘ সাত বছর সশ্রম কারাদণ্ড ভোগকারী বিএনপি নেতা মনিরুল ইসলাম খান। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার বাগেরহাটে পৌছানোর কথা রয়েছে। শহরের খানজাহান আলী (রহঃ) এর মাজার জিয়ারত শেষে তিনি নিজ বাড়ি কচুয়া উপজেলার গোপালপুরে যাবেন। বিকেলে কচুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় শোভা যাত্রায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

এদিকে দীর্ঘদিন পরে এলাকায় ফেরার খবরে নেতাকর্মীদের মাঝে উচ্ছাস-উদ্দিপনা বিরাজ করছে। মনিরুল ইসলাম খানের এই আগমন বাগেরহাটে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে বলে আশা তৃণমূলের কর্মীদের।

কচুয়া উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম খোকন বলেন, মনিরুল ইসলাম খান একজন আপদমস্তক রাজনীতিবিদ।সারা জীবন মানুষের জন্য তিনি কাজ করেছেন।কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা মিথ্যা মামলা দিয়েছিল।জেলে থেকেও এলাকার মানুষের ভালমন্দ নিয়ে চিন্তা করেছেন। জেল থেকে মুক্ত হওয়ার পরে এই প্রথম তিনি বাড়িতে আসছেন। এজন্য কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুবই খুশি। তৃনমূলের বঞ্চিত নেতারা তার কাছে মনের কথা তুলে ধরতে পারবেন বলে মনে করেন তিনি।

শেখ রুস্তম আলী নামের এক বিএনপির কর্মী বলেন, মনিরুল ইসলাম খান দারুণ একজন মানুষ। শুধু বিএনপি করার কারণে তাকে কারাভোগ করতে হয়েছে। বাগেরহাট-কচুয়ার মানুষ তাকে মনে প্রাণে ভাল বাসে। সে বাগেরহাটে আসলে এলাকার মানুষের ইতবাচক পরিবর্তন হবে বলে আমরা বিশ্বাস করি।

কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন পরে মনিরুল ইসলাম খান এলাকায় আসছেন এটা আমাদের জন্য আনন্দের। বিজয় দিবসে আমরা এক সাথে শোভাযাত্রায় অংশ নিব এটা ভেবে ভাল লাগছে। তার আসার খবরে উপজেলার সকল নেতাকর্মীরা খুবই আনন্দিত।

৫৫ বছর বয়সী মনিরুল ইসলাম খানের জন্ম বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামে। কচুয়া উপজেলার সদরের সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে, পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে একই কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহন করেন। ছাত্র জীবন থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জিবিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যোগদান করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি, কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসহ বিভিন্ন দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার একান্ত সচিব ছিলেন। শেখ হাসিনা সরকারের মিথ্যা ও ষড়যন্ত্রমূলক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে জেল খেটেছেন। দীর্ঘ সাত বছর কারাভোগের পর নতুন করে বাংলাদেশ স্বাধীন হলে তিনি কারামুক্ত হন। ভবিষ্যতে দেশ ও জাতীর কল্যানে নিজেকে বিলিয়ে দেওয়ার ইচ্ছে রয়েছে বলে জানান মনিরুল ইসলাম খান।