নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ নেতৃবৃন্দের ছবি সম্বলিত সাইনবোর্ড তুলে প্রয়াত এক আওয়ামী লীগ নেতার জমিসহ দোকান ঘর দখলের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মাহমুদুল হাসান শুভ।
মাহমুদুল হাসান শুভ মোরেলগঞ্জের সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত শাহবুদ্দিন তালুকদারের ছেলে।
লিখিত বক্তব্যে মাহমুদুল হাসান শুভ বলেন, মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ডের মডেল মসজিদের সামনে পৈত্রিক সাড়ে ৫৫ শতক রেকর্ডিয় জমি রয়েছে। ওই জমির একটি অংশে ৯টি দোকান ঘর তৈরি করে ২০০৭ সাল থেকে ভাড়া দিয়ে আসছি। সেই জমিতে থাকা দোকানগুলো গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনর পরে ওইদিন বিকেলে মোরেলগঞ্জ পৌর বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি আমির আলী তালুকদার ও তার সন্ত্রানী বাহিনী প্রভাব খাটিয়ে তাদের সবগুলি দোকান দখল করে নেয়। সেখানে বিএনপির অফিস করার কথা বলে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ার পার্সন তারেক রহমানের ছবি সংবলিত সাইনবোর্ড পুতে দেয় এবং দোকানগুলোতে তালা মেরে রাখে। দু’দিন পরে সেখানে লাগানো সাইনবোর্ড ফেলে দিয়ে একটি দোকানে নতুন ভাড়াটে তুলে দেয়। সেই সাথে অপর ৮টি দোকানের ভাড়াটিয়াদের নিকট থেকে ভাড়ার টাকা আদায় করতে শুরু করে। সেখানে থাকা দোকানগুলো থেকে ২৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলনে, ‘আমার বাবা শিক্ষক ছিলেন। সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। বিএনপির অফিস করার প্রয়োজন হলে আমি জমি লিখে দিবো। কিন্তু সাইনবোর্ড ঝুলিয়ে দলকে ছোট করে কেন দখল করা হচ্ছে?’
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আমির আলী তালুকদার বলেন, ‘এখানে জোরপূর্বক দখলের কিছু হয়নি। তার জমি এতদিন দখল করে রেখেছিল তারা। শর্ত ভঙ্গ করে দখলে রাখা জমি ও দোকান তিনি ফিরিয়ে নিয়েছেন। ভাড়াটিয়াদের সঙ্গে তার চুক্তি হয়েছেন।’
মোরেলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম বলেন, সাইনবোর্ড টানিয়ে দখলের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে দাড়িয়ে থেকে সাইনবোর্ড নামিয়ে ফেলেছি। বিষয়টি জেলা কমিটিকে জানানো হয়েছে। জেলা কমিটি আমির আলীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলেছে। দলীয় নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :