ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণ বন্ধ থাকায়

ইলিশ ধরা বন্ধ, মোংলার জেলেদের সহায়তায় সরকারি চাল বিতরণ


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন /
ইলিশ ধরা বন্ধ, মোংলার জেলেদের সহায়তায় সরকারি চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণ বন্ধ থাকায় বাগেরহাটের মোংলায় জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে মোংলার চিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিবন্ধিত ২৯৫ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, ইলিশ মাছ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় চিলা ইউনিয়নের নিবন্ধিত ২৯৫ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ও ইলিশের উৎপাদন বাড়াতে প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত করণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ সময়ে সরকার জেলেদের জন্য বিশেষ ভিজিএফ’র চাল বরাদ্দ দেয়।