১৬ অক্টোবর

আজ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মবার্ষিকী


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন /
আজ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক:

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর আজ (বুধবার) ৬৮তম জন্মবার্ষিকী।

বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাঁকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা যান। চলতি বছর তিনি একুশে পদকে (মরণোত্তর) ভূষিত হন।

দিনটির স্মরণে রুদ্র স্মৃতি সংসদ, মিঠেখালী আজ (১৬ অক্টোবর) কবির গ্রামের বাড়ি মোংলার মিঠেখালীতে সকালে কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া এবং রুদ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে।