বাগেরহাটে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৪, ২:১৪ অপরাহ্ন /
বাগেরহাটে বিশ্ব গ্রামীণ নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটে বিশ্ব গ্রামীণ নারী দিবস উপলক্ষে ও আলোচনা সবা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে শহীদ মিনারে সামনে থেকে র‌্যালিটি বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন , সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত। সভায় আরও বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া আক্তার, সাংবাদিক মোল্লা মাসুদুল হক, বাদাবন সংঘের জেলা সমন্বয়কারী সুরাইয়া আক্তার,শাহেলা পারভিন প্রমুখ।

বক্তারা বলেন ; পরিবার, সমাজ, দেশ ও অর্থনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বিশেষ করে গ্রামীন নারীরা পরিবার সামলে কৃষি খামার ও গবাদী পশু পালন করে অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখছে। তারপরও নানা ক্ষেত্রে গ্রামীন নারীরা পিছিয়ে রয়েছে। এসব নারীদের উন্নয়নে কাজ করার আহবান জানান বক্তার।