কচুয়া প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়ায় মিঠুন শিকদার (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে রাতের আধারে কুপিয়ে টাকা ছিনতাই করেছে প্রতিপক্ষরা। সোমবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে কচুয়া উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত মিঠুন শিকদারকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত মিঠুন শিকদার কচুয়া উপজেলার বক্তারকাঠি গ্রামের দবির উদ্দিন শিকদারের ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মিঠুন শিকদার বলেন, মামুন, কাউসার ও আমি বাধাল বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে যাচ্ছিলাম। পতিমধ্যে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে কিছুলোক মোটরসাইকেলের গতিরোধ করে আমাদের দেশীয় অস্ত্র দিয়ে কোপ শুরু করে। এসময় আমাদের কাছে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা তারা ছিনিয়ে নেয়। মামুন ও কাউসারের ডাক চিৎকারে লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। যারা হামলা করেছিল তাদের মধ্যে ইজারা গ্রামের হাসান সরদার, শিমুল শেখ, শাহিন সরদার ও পিয়াল শেখ ছিল। তাদেরকে আমি চিনি।
এদিকে ঘটনার পর থেকে এই চারজন গা ঢাকা দিয়েছে। তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসিন হোসেন বলেন, একটি মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষের লোকজন আহত রয়েছে। এদের মধ্যে পূর্বে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এখনও কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :