নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সংস্কার এবং নার্সদের পদায়নের দাবিতে…

বাগেরহাটে নার্সদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি 


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ২:১২ অপরাহ্ন /
বাগেরহাটে নার্সদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি 

নিজস্ব প্রতিবেদক: 

বাগেরহাটে এক দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের নার্স মিডওয়াইফরা। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে রোগীদের সেবা বন্ধ রেখে কর্মরত নার্সরা এই কর্মবিরতি পালন করেন।

দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন কর্মবিরতি পালনকারী নার্সরা। এসময় বক্তব্য দেন, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শামসুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর রিনা খানম, আছমা আক্তার,সিনিয়র স্টাফ নার্স লিলি বেগম, চায়না খানম , বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের  তৃতীয় বর্ষের  শিক্ষার্থী কুতুবউদ্দিন।

বক্তারা বলেন,নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে।এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চ পদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন।  নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে।এই দাবি না মানলে আরও কঠিন কর্মসূচির ঘোষনা দেন নার্সরা।

এদিকে একযোগে নার্সদের কর্ম বিরতির ফলে হাসপাতালে জরুরী বিভাগসহ বিভিন্ন বিভাগের সকল রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক রোগীরা ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করে কোন সেবা না পাওয়ায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।