শিগগিগরই কানাডা-অস্ট্রেলিয়ায় শুরু হবে এনআইডি কার্যক্রম


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৪, ১:০২ অপরাহ্ন /
শিগগিগরই কানাডা-অস্ট্রেলিয়ায় শুরু হবে এনআইডি কার্যক্রম

ডেক্স রিপোর্টঃ

অবশেষে প্রবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।শিগগিগরই কানাডা ও অস্ট্রেলিয়ার প্রবাসীরা  এই সেবা পাবেন। সোমবার নির্বাচন ভবনের সভাকক্ষে এক বৈঠকপূর্ব বিফ্রিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব শফিউল আজিম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, প্রবাসী ভোটার সাতটা দেশে চলমান আছে। যেখানে প্রবাসী আনুপাতিক হারে বেশি সেখানে আস্তে আস্তে চালু করব। শিগগিরই কানাডা ও অস্ট্রেলিয়ায় চালু হবে এই সেবা। এছাড়া যুক্তরাজ্যে লন্ডনের পর এবার বাকিংহামেও চালু হচ্ছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, কুয়েত, কাতার, যুক্তরাজ্য ও মালয়েশিয়ায় স্মার্টকার্ড বিতরণ উদ্বোধনও হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম হাতে নেওয়ার কথা রয়েছে।