মোংলায় এসিল্যান্ড বদলির আদেশ বাতিল চেয়ে অবস্থান কর্মসূচি


বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন /
মোংলায় এসিল্যান্ড বদলির আদেশ বাতিল চেয়ে অবস্থান কর্মসূচি

মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম এর বদলি আদেশ প্রত্যাহার দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ চত্বরের মুল ফটকের সামনে বৈষম্য বিরোধী ছাত্র/ছাত্রী ও মোংলার সাধারণ জনগনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম একজন দক্ষ ও জনবান্ধন কর্মকর্তা। তিনি অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তিনি যে কয়দিন দায়িত্বে ছিলেন, আমাদেরকে কোনো দালালের খপ্পরে পড়তে হয়নি। তাই তার বদলীর আদেশ বাতিল করে পূনরায় মোংলায় এ্যাসিল্যান্ড পদে রাখা হোক। তারা আরো বলেন, সেবাগ্রহীতাদের কাছে এসিল্যান্ড মো. তারিকুল ইসলাম একজন দায়িত্বশীল, নির্ভীক ও জনবান্ধব সেবামূলক অফিসার হিসেবে ব্যাপক পরিচিত। উৎকোচ বিহীন হয়রানীমুক্ত নাগরিক সেবার দ্বার উন্মুক্ত করে সেবা গ্রহীতাদের মাঝে তিনি যেমন সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তেমনি সরকারি স্বার্থ রক্ষায় রেখে চলেছেন আপোষহীন ভূমিকা, যা উক্ত দফতরের ইতিপূর্বের সেবার সকল রেকর্ড ভঙ্গ করেছে। তিনি সর্বদাই সত্য পক্ষে ছিলেন। জেলা প্রশাসকের কাছে দাবী তাকে যেন পূনরায় মোংলায় বহাল রাখা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একজন সরকারি পদস্থ লোক, তার বদলী হবে এটাই স্বাভাবিক। তবে তিনি মোংলা আসার পর থেকে ভূমি অফিসের চেহারা পাল্টে যায়। বিগতদিনে জমির নামজারি করতে যেখানে সাধারণ মানুষের গুনতে হতো ২০/২৫ হাজার টাকা, সেখানে শুধু সরকারি ফি দিয়ে মানুষ এই সুবিধা পেত। এ ছাড়া জমি সংক্রান্ত সকল সমস্যা দ্রুত ও সঠিক ভাবে সমাধান করতেন তিনি। আমাদের প্রচেষ্টা আরো কিছুদিন তার মাধ্যমে সাধারণ মানুষ এই সেবাটা পাক। কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে মোংলা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম-এর বদলী আদেশ বাতিলের দাবীতে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ছাত্র সমাজের মেহেদী হাসান শুভ, খালিদ হাসান নোমান, শাহরিয়ার নিপুণ, খায়রুল ইসলাম শুভ, মিজানুর রহমান মুন্নাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।