চলতি মাসের গত ২৬ দিনে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৫৪৩ জন। আগের দিন দুজনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ৮৫৪ জন। দেশের সিলেট বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে কম। চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট রোগী শনাক্ত হয়েছে ২৫ জন। এ বিভাগে কোনো মৃত্যুর ঘটনাও নেই।
ঢাকায় রোগী শনাক্ত ১৫ হাজার ৩৩৪ জন, চট্টগ্রামে ৬ হাজার ৬৪ জন। বরিশালে ২ হাজার ৪৬৪ জন। খুলনায় ২ হাজার ৮৫ জন। ময়মনসিংহে ৬২৮ জন। রাজশাহীতে ৫০৩ জন, রংপুরে ২৭৯ জন এবং সিলেটে ২৫ জন। এই তিন বিভাগে কোনো মৃত্যুর ঘটনা নেই।
আপনার মতামত লিখুন :